
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ কায়সার
এ্যালবামঃ ময়না (১৯৮৬)
অনেক রাত্রি একা একা হাঁটছি
একা একা চলছি কেউ নেই কেউ নেই
পূর্ণিমা রাত্রি একা একা হাঁটছি
একা একা চলছি সবাই ঘুমিয়ে
তোমায় আমি ভুলবনা
তোমার স্মৃতি মুছে ফেলবনা
তোমায় আমি ভুলবনা
যদিও বহু দূরে ।।
সূর্য উঠবে
কবে যে উঠবে
পাখীরা ডাকবে
তবুও পথ চলব।