
খেলছে শচীন
Chandrabindu
আমরা খাব মুড়কি মুড়ি
তোমরা চিকেন চাউ
তোমরা হলে এসেনশিয়াল
আমরা হলাম ফাউ
তোমরা খাওয়াও গনেশকে দুধ
ইঁদুরকে দাও কোক
আর রিমোট ঘোরাও ইচ্ছেমতন
হাঘরে দর্শক
খেলছে শচীন, খেলছে শচীন
মারছে শচীন ছয়
খেলছে শচীন, খেলছে শচীন
মারছে শচীন চার
পান্তা ভাতে হাড় হাভাতে
পাবদা মাছের ঝোল
নেটি পেটি ক্যাবলা টেটি (এই লাইনটা কারো মনে আছে?)
বঙ্গনারীর কোল
ছুটছে টাবু, ছুটছে কাজল
দেখ সে নদীয়ায়
পুচকে ছানার উত্তেজনা
মাল্টিমিডিয়ায়
(খেলছে শচীন … )
উড়ছে টাকা, ঘুরছে চাকা
হারছে পাকিস্তান
খাবদাব কলকলাব
পুষব হনুমান
আমিও দাদা রাজপেয়াদা
হচ্ছি হাতেমতাই
আর তোমরা যাকে করছ বিয়ে
আমিও তাকে চাই
(খেলছে শচীন .. )
ঝগড়াঝাঁটি দাঁতকপাটি
বিধানসভায় ঘুম
রাস্তাজুড়ে আস্তাকুঁড়ে
খাচ্ছি বেমালুম
কালকে ছিলাম মোহনবাগান
আজকে এয়ারটেল (?)
ডুগডুগি বানইল মোরে
ভানুমতির খেল
(খেলছে শচীন … )