
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: একা (১৯৯৯)
খুব সাধারণ জীবন আমার
চাইনা হাজার চাওয়া
চাইনা লক্ষ পাওয়া।।
তুমি আমার একটা চাওয়া
আমার সকল পাওয়া।।
চাইনা ভোরের আলো
চাইনা সবুজ জোছনা
তোমার মুখের একটু হাসি
আমার জীবন মোহনা।।
চাইনা সাতটি মহল
চাইনা রূপকথা
তোমার সুখের একটু ছোঁয়া
সুখের বাস্তবতা।।