
শিরোনাম: রাসুল নামে, কে এলো
কথা ও সুর : পল্লীকবি জসীমউদ্দীন
শিল্পী : ফরিদা পারভীন
রসূল নামে কে এলো মদিনায়!
রাসুল নামে।
ওরে আকাশের চন্দ্র কেড়ে
ও কে আনল দুনিয়ায়।।
গলেতে তসবীর মালা
কে চলে ওই কমলিওয়ালা রে
-ওরে আমার বুকের দরজা খোলা
তাঁরে ডেকে নিয়ে আয়।।
দেখি নাই শুনি নাই কথা
মাইনষে নাশে মাইনষের ব্যথা রে
-ওরে এমনও দরদীর কথা
শুনলে পরাণও জুড়ায়।।
Title: Rasul Name ke elo
Lyrics & tune: Pollikobi Jashim Uddin
Singer: Farida Parvin