
শেষ বিকেলের আলোয়
মাইলস
শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায়
এমন সময়
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাঁদে
চেয়ে শূন্যতায়
এমন সময়
হঠাত্ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়