
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিতীয় দস্যু । আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা ।
রাজত্ব করা, এ কি তামাশা পেয়েছ ।
প্রথম দস্যু । জানিস না কেটা আমি !
দ্বিতীয় দস্যু । ঢের ঢের জানি- ঢের ঢের জানি-
প্রথম দস্যু । হাসিস নে হাসিস নে মিছে, যা যা-
সব আপন কাজে যা যা,
যা আপন কাজে ।
দ্বিতীয় দস্যু । খুব তোমার লম্বা-চওড়া কথা ।
নিতান্ত দেখি তোমায় কৃতান্ত দেখেছে ।।