
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
আগুনে হল আগুনময় ।
জয় আগুনের জয় ।।
মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক-না পুড়ে,
মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয় ।।
আগুন এবার চলল রে সন্ধানে
কলঙ্ক তোর কোন খানে যে লুকিয়ে আছে প্রাণে ।
আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক রে মুছে,
চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয় ।।