
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
তৃতীয় দস্যু । আঃ কাজ কী গোলমালে, নাহয় রাজাই সাজালে ।
মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে ।
প্রথম দস্যু । রাম রাম ! হরি হরি ! ওরা থাকতে আমি মরি !
তেমন তেমন দেখলে বাবা, ঢুকব আড়ালে ।
সকলে । ওরে চল্ তবে শিগগিরি,
আনি পূজার সামিগগিরি ।
কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি ।