
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
বাল্মীকি । অহো ! আস্পর্ধা একি তোদের নরাধম !
তোদের কারেও চাহি নে আর, আর, আর না রে-
দূর দূর দূর, আমারে আর ছুঁসে নে,
এ-সব কাজ আর না, এ পাপ আর না,
আর না, আর না, ত্রাহি- সব ছাড়িনু ।
প্রথম দস্যু । দীন হীন এ অধম আমি, কিছুই জানি নে রাজা ।
এরাই তো যত বাধালে জঞ্জাল ।
এত করে বোঝাই বোঝে না-
কী করি, দেখো বিচারি ।
দ্বিতীয় দস্যু । বাঃ- এও তো বড়ো মজা, বাহবা !
যত কুয়ের গোতা ওই তো, আরে বল্-না রে ।
প্রথম দস্যু । দূর দূর দূর, নির্লজ্জ আর বকিস নে ।
বাল্মীকি । তফাতে সব সরে যা । এ পাপ আর না,
আর না, আর না, ত্রাহি- সব ছাড়িনু ।