
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে।।
না-দেখা কোন্ বীণা বাজে আকাশ-মাঝে,
না-শোনা কোন্ রাগ রাগিনী শূন্যে ঢালে।।
ওর খুশির সাথে কোন্ খুশির আজ মেলামেশা,
ওর বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।
তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে।।