
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
বেহাগ । ধামার
আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে ।।
সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে ।।
তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব
তোমার ভকতেরই এ অভিমান ।
ফিরিবে বাহিরে সর্ব চরাচর-
তুমি চিত্ত-আগারে ।।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
বেহাগ । ধামার
আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে ।।
সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে ।।
তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব
তোমার ভকতেরই এ অভিমান ।
ফিরিবে বাহিরে সর্ব চরাচর-
তুমি চিত্ত-আগারে ।।