
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
রামকেলি । ত্রিতাল
আঁখিজল মুছাইলে জননী-
অসীম স্নেহ তব, ধন্য তুমি গো,
ধন্য ধন্য তব করুণা ।।
অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে,
মলিন যে তারে বসাইলে পাশে-
তোমার দুয়ার হতে কেহ না ফিরে
যে আসে অমৃতপিয়াসে ।।
দেখেছি আজি তব প্রেমমুখহাসি,
পেয়েছি চরণচ্ছায়া ।
চাহি না আর-কিছু- পুরেছে কামনা,
ঘুচেছে হৃদয়বেদনা ।।