
শিরোনামঃ আলু পেঁয়াজের কাব্য
কন্ঠঃ শান
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব
মুভিঃ আয়নাবাজি
সূর্য যদি ওজন মাপে উঠে যেত রোজ
এই বাজারের যত ধার দেনা, সব হতো শোধ।
আজকে না হয় মেঘলা থাকুক, নাই বা নামুক বর্ষা
আজকে না হয় বসন্ত ফুলে সব হৃদয় খরচা
এই বাজারে আজ সবাই বেচুক ভরসা।
আজকে না হয় ছড়িয়ে ছড়াক
আলু পেঁয়াজের কাব্য
লাল টমেটো শাক পাশে রেখে,
তোমার কথা ভাববো।
এই বাজারে তোমায় ঘিরে আজ সব কাব্য।
সূর্য যদি ওজন মাপে উঠে যেত রোজ
এই বাজারের যত ধার দেনা, সব হতো শোধ।