
Song Name : Ami Aj Bhejabo Chokh (আমি আজ ভেজাবো চোখ)
Album Name : Je Thake Ankhi Pallabe
Artist : S I Tutul
Movie : Ghetuputro komola (Humayan Ahmed’s last movie)
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
আহারে কি আকাশ!
কি তাহার দীর্ঘশ্বাস!
মিশিতেছে কি নিবিড় সমুদ্র কল্লোলে।
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।
আয় ঢেউ আয় ঢেউ
প্রবল প্রবল ঢেউ
রুদ্র ভৈরবী আয় ছুটে আয়
আজ থেকে আমি আছি তোর সীমানায়!
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো
সন্ধ্যার শেষ আলো
যখন হইবে কালো,
তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে. . .
ও সমুদ্র ! কাছে আসো ,
আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই অঞ্চলে. . .
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে।