
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
অন্তরে জাগিছ অন্তর্যামী ।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ।।
সংসারসুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী ।।
ন জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে ।
তব স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি ।।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
অন্তরে জাগিছ অন্তর্যামী ।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ।।
সংসারসুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী ।।
ন জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে ।
তব স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি ।।