
শিরোনামঃ বাজে বংশী
কন্ঠঃ ফজলুল রহমান বাবু/শফি মন্ডল
কথাঃ হুমায়ূন আহমেদ
সুরঃ এস আই টুটুল
মুভিঃ ঘেটুপুত্র কমলা
বাজে বংশী
বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া
নাচে পেখমও মেলিয়া
বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া
নাচে পেখমও মেলিয়া
রাজহংসী নাচে
ঝুমুর ঝুমুর ঝুম্
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর
ঝুমুর ঝুমুর ঝুম্
বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া
নাচে পেখমও মেলিয়া
বাজে বংশী
রাজহংসীর চোখ কালো
তারে দেখে লাগলো ভালো
সে বিহনে জগৎ কালো সবই অন্ধকার(২)
তার নাচে ভূবণ নাচে আহা! কি বাহার।
তার নাচে ভূবণ নাচে আহা! কি বাহার।
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর
ঝুমুর ঝুমুর ঝুম্
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর
ঝুমুর ঝুমুর ঝুম্
বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া
নাচে পেখমও মেলিয়া
বাজে বংশী
তারে তুমি কইয়ো গিয়া বিষ্যুতবারে তাহার বিয়া
আমরা যাবো পানসী নিয়া শনির হাওর পাড়ি দিয়া(২)
বাদ্য বাজনার ধুম তাকধুমাধুম ধুম
বাদ্য বাজনার ধুম তাকধুমাধুম ধুম
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর
ঝুমুর ঝুমুর ঝুম্
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর
ঝুমুর ঝুমুর ঝুম্……