
শিরোনামঃ বেঁচে থাকার গান
কন্ঠঃ রুপম ইসলাম (মুভি), অনুপম রায় (অ্যালবাম)
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
অ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
মুভিঃ অটোগ্রাফ
যদি ফেলে দিতে বলে ঘোলা জলে গোলা তুলি
জেনো আমি কুড়িয়ে নেব তা।
যদি খুলে নিতে বলে দু পায়ে বাঁধা ঘুঙ্গুর
জেনো আমি খুলতে দেব না।
আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ।
এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
যদি কেড়ে নিতে বলে, কবিতা ঠাসা খাতা
জেনো আমি কাড়তে দেব না।
যদি থেমে যেতে বলে, পিয়ানো, বাঁশি, গিটার
জেনো আমি থামতে দেব না।