
শিরোনামঃ বিজয় নিশান উড়ছে ঐ
শিল্পীঃ সমবেত সংগীত (মূল সংগীত- সুজেয় শ্যাম)
গীতিকারঃ শহীদুল হক খান
সুরকারঃ সুজেয় শ্যাম
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ
বিজয় নিশান উড়ছে ঐ
খুশির হাওয়ায় ঐ উড়ছে
উড়ছে… উড়ছে… উড়ছে…
বাংলার ঘরে ঘরে,
বাংলার ঘরে ঘরে,
মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে…
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ
আজ জীবনের জয়োল্লাসে
জমছে শিশির দূর্বাঘাসে
জয়োল্লাসে… জয়োল্লাসে… জয়োল্লাসে…
পাশে নেই আমাদের মহান নেতা
হাসির মাঝে আজ জাগে ব্যথা
সাধ্য কি তার দিকে দিকে ঐ
দৃপ্ত মশাল জ্বেলে চলছে
দৃপ্ত মশাল জ্বেলে চলছে
বাংলার ঘরে ঘরে,
বাংলার ঘরে ঘরে,
মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে…
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ
অন্ধকারার আঁধার থেকে
ছিনিয়ে আনলো বঙ্গবন্ধুকে
বঙ্গবন্ধুকে… বঙ্গবন্ধুকে… বঙ্গবন্ধুকে…
উচ্ছল বন্যার কলগ্রাসে
শত্রুরা নিশ্চল হয়েছে
কোটি কোটি প্রাণ দিকে দিকে ঐ
বন্ধকারার দ্বার খুলছে
বন্ধকারার দ্বার খুলছে
বাংলার ঘরে ঘরে,
বাংলার ঘরে ঘরে,
মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে… মুক্তির আলোয় জ্বলছে…
বিজয় নিশান উড়ছে ঐ
উড়ছে ঐ… উড়ছে ঐ… উড়ছে ঐ