
- Song : De Dol Dol Dol Tol Pal Tol
- Singer : Hemanta Mukhopadhyay And Lata Mangeshkar
- Cover By : Arijit Singh
- Bengali Lyrics : Salil Chowdhury
- Music : Hridoynath Mangeshkar
- Marathi Lyrics : Shanta Shelke
De Dol Dol Dol Tol Pal Tol Lyrics In Bengali :
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা,
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা।
(Walhaw re naakhawa ho walhaw re raama)
দে দোল দোল দোল, তোল পাল তোল
চল ভাসি সবকিছু থাইগ্যা,
দে দোল দোল দোল, তোল পাল তোল
চল ভাসি সবকিছু থাইগ্যা,
মোর পানিতে ঘর,
বন্দরে আসি তোর লাইগ্যা ..
দে দোল দোল দোল, তোল পাল তোল
চল ভাসি সব কিছু থাইগ্যা।
(Mi Dolkara Dolkara Dolkara Daryacha Raja
Ghar paanyaawari, bndaraala karato ye ja)
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা,
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা।।
হায় কুমারী অবলা শুধু মুই নারী
আমি কি কব গো দংশায় সর্পেরও সারি,
হায় কুমারী অবলা শুধু মুই নারী
আমি কি কব গো দংশায় সর্পেরও সারি,
তুমি দূরেতে যাও,
অজানা ঢেউয়েতে ভাসো।
আমি ঘরেতে রই,
জোয়ারে যদি গো আসো,
আনো রঙ্গিন চুড়ি বেলোয়ারি
কামরাঙ্গানো রঙ্গের শাড়ী,
আনো রঙ্গিন চুড়ি বেলোয়ারি
কামরাঙ্গানো রঙ্গের শাড়ী,
হব তোমার আমি ঘরনী ..
নদী হবো আমি
আমাতে যাইওগো ভাইস্যা।
নদী হবো আমি
আমাতে যাইওগো ভাইস্যা ..
দে দোল দোল দোল, তোল পাল তোল
চল ভাসি সবকিছু থাইগ্যা।
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা,
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা।।
তুমি জলে থাকো জলে থাকো
দীপ যেন জলেতে তুমি,
কেন জানোনা কি
স্বপ্নেরও সুন্দর তুমি যে আমার তুমি।
কেন পিছু ডাকো পিছু ডাকো
বারে বারে আমারে তুমি ?
কাঁদো কন্যা তুমি
চক্ষের জলে কি ভাসাবে সাধের জমি ?
(Ya go, daryaacha, daryaacha,
daryaacha daraara mothha
Kawa paanyaawari uthhataan
dongaralaata, laata laata laata)
হায় যাবনা যাবনা ফিরে আর ঘরে
পোড়া মন মানেনা, সংসার কারই বা তরে,
দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারই
দুটি কাটিয়া হাত বানাবো নৌকারই দাঁড়ি,
আর বসন কাটিয়া দেবো
পাল তুফানে আমি উড়াবো,
হবো ময়ূরপঙ্খি তোমারই ..
তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইস্যা।
তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইস্যা ..
দে দোল দোল দোল, তোল পাল তোল
চল ভাসি সবকিছু থাইগ্যা।
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা,
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা।।
আর কাইন্দনা কাইন্দনা তুমি সজনী
হবে আরও আঁন্ধার
আমার এ জীবন রজনী,
আর কাইন্দনা কাইন্দনা তুমি সজনী
হবে আরও আঁন্ধার
আমার এ জীবন রজনী,
তুমি হাসো যদি, আকাশে চাঁদিনী হাসে
পথ চেয়ে থাকো, তাই ভরসা বুকেতে আসে,
খর ধারায় এ জীবন নদী
পাল ছেঁড়ে ভাঙ্গে হাল যদি,
খর ধারায় এ জীবন নদী
পাল ছেঁড়ে ভাঙ্গে হাল যদি,
শুধু প্রেমেরই পাল তুলিয়া ..
পারে চলে যাবো
দুজনে কুজনে হাইস্যা।
পারে চলে যাবো
দুজনে কুজনে হাইস্যা ..
দে দোল দোল দোল, তোল পাল তোল
চল ভাসি সবকিছু থাইগ্যা।
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা,
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা
হেইও রে মার জোর হে আল্লাহ হে রামা।।