
Song : Din Jay Kotha Thake
Singer : Subir Nandi
Album: Prem Bole Kichu Nei
Music Director: Sheikh Sadi Khan
দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলো না
ভুলে যাবার আগে ভাবলো না
সে যে কথা দিয়ে রাখলো না,
ভুলে যাবার আগে ভাবলো না
সে কথা লিখা আছে বুকে.
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
সে কথা নয়নে আগুন আলপনা আঁকে
স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে
সে কথা নয়নে আগুন আলপনা আঁকে
স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে
সে জ্বালা যন্ত্রণা, কাউকে বলবো না
বলবো আছি কি যে সুখে
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি
আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী
মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি
আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী
কি আছে পাওনা, কার কাছে দেনা
যাক সে হিসাব চুকে
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলো না
ভুলে যাবার আগে ভাবলো না
সে যে কথা দিয়ে রাখলো না
ভুলে যাবার আগে ভাবলো না
সে কথা লিখা আছে বুকে|