
শিরোনামঃ দূরে বহুদূরে গাংচিল
কন্ঠঃ হাসান
ব্যান্ডঃ আর্ক
অ্যালবামঃ ধুন
দূরে বহুদূরে গাংচিল
উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়
দূরে বহুদূরে গাংচিল
উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়
অসীম শুন্যতায় যেখানে আকাশ নীল
অবিরত ঘোলাটেে চোখে পাবে কি তাকে
হৃদয় অতলে
অবিরত ঘোলাটেে চোখে পাবে কি তাকে
হৃদয় অতল
ক্লান্তি নিয়ে বয়ে যায় বিরহী প্রহর
হৃদয়ে অসুখ ভাঙাবে প্রতিটি ভোর
এতটা ভেবে উড়ে চলে যাই
স্বপ্নের দিন যদি খুঁজে পাই
অবিরত ঘোলাটেে চোখে পাবে কি তাকে
হৃদয় অতল
দূরে বহুদূরে গাংচিল
উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়
অসীম শুন্যতায় যেখানে আকাশ নীল
অবিরত ঘোলাটেে চোখে পাবে কি তাকে
হৃদয় অতলে
অবিরত ঘোলাটেে চোখে পাবে কি তাকে
হৃদয় অতল