
শিরোনাম: Ei Nishi (এই নিশি)
শিল্পী: Hridoy Khan (হৃদয় খান)
অ্যালবাম: Hridoy Mix 2
অ্যালবাম: Hridoy Mix 2
আজকের এই নিশি ভালোবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজ এই আমি
মৃদু বাতাস বলে , চিলে সেই তুমি
তোমারি মোহে হারাই আমি
নিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সুখ্সারে
যখন দাড়াও এসে, ভুলে যায় সবি
হৃদয়ের সব কথা বলে দেই আমি
তোমারি যে চিরদিনই
রব আমি তোমারি