
- Song Name : Khuje Paina Nijeke
- Singer : Abdul Kader Tuhin
- Lyrics And Tune : Eemce Mihad And Tuhin
- Music Composer : Eemce Mihad
- Lyrical Video & Thumbnail : Abdul Kader Tuhin
Khuje Paina Nijeke Lyrics In Bengali :
ঘুম ভেঙে যায়
পাশে পাই না তাকে,
হঠাৎ আসে, সে স্বপ্নের ফাঁকে।
এলোমেলো মনে তুমি এসেছিলে
আমায় গোছাতে,
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে।
এলোমেলো মনে তুমি এসেছিলে
আমায় গোছাতে,
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে।
বলেছিলে ছেড়ে যাবে না
ঠিকই চলে গেলে,
পিছনে দেখলে না।
যাবে যখন কেনো দিয়েছো
মিথ্যে প্রেমের কিছুটা স্বান্তনা ?
এলোমেলো মনে তুমি এসেছিলে
আমায় গোছাতে,
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে।
এলোমেলো মনে তুমি এসেছিলে
আমায় গোছাতে,
এতোটা গোছালে খুঁজে পাই না
আমি নিজেকে।
Khuje Paina Nijeke Lyrics In English :
Ghum venge jaay
Pashe paina taake
Hotath ashe se shopner fanke
Elomelo mone tumi esechile
Amay gochate
Etota gochale khuje pai na
Ami nijeke
Bolechile chere jabe na
Thiki chole gele
Pichone dekhle na
Jabe jokhon keno diyecho
Mitthey premer kichuta santona