
শিরোনামঃ কতদিন আর খেলবে হাছন
হাছন রাজা
কতদিন আর খেলবে হাছন, ভবেরই খেলা
খেলতে খেলতে হাছন রাজার না লাগে ভালা
এই যে দেখ ভবের বাজার, কেবল এক জ্বালা
স্ত্রী পুত্র কেহ নয় তোর, যাইতে একলা
হাছন জানে, হাছন রাজায় মাইল এক ঠেলা
চল চল শিঘ্র করিয়ে, চল শালার শালা