
শিরোনামঃ ওভাবে কেন
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
মুভিঃ বেলাশেষে
আলগা দিচ্ছি সুতো, পালিয়ে যাওয়ার ছুতো
রাখলে মনে ভালো, কে ফিরে তাকালো?
এই কপালের দাগে, অনেক বছর আগে
ছিলাম তোমার পাশে, পুরনো অভ্যাসে।
শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মতো শীতে
আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ।
ওভাবে কেন, ডাকো আমাকে?
ওভাবে কেন, ডাকো আমাকে?
রাগলে কেন তখন? ভয় দেখানোর মতন
দুমড়ে গেলে কেমন, কান্না চেপে যেমন
ভুলতে পারা যাবে, আগে বলো কী হারাবে?
সব কি ফিরে আসে সেই পুরনো অভ্যাসে?
শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মতো শীতে
আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ।
ওভাবে কেন, ডাকো আমাকে?
ওভাবে কেন, ডাকো আমাকে?