
শিরোনামঃ প্রতিদিন
কথাঃ পুলক অনিল
কন্ঠঃ সন্ধি/স্বগতা/নাহীন
ব্যান্ডঃ মহাকাল
অ্যালবামঃ স্বপ্নচূড়া ৩
একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব(২)
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর(২)
সন্ধ্যা হতে যায় হারিয়ে কাক ডাকা ভোর
অন্ধকারের আলোয়, হেটে চলা বহুদূর
মুহুর্তে যায় যে মিশে, স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
মুহুর্তে যায় যে মিশে, স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব(২)
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর(২)