
শিরোনামঃ প্রতিক্রিয়া
গীতিকবিতাঃ তপন
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ বরাবর শহরতলী
বুকের বক্রতা বুকেই রাখতাম,
সময় উজাড় করে দুঃসময়ে,
মহাকালের খুব আশেপাশে
পর্দার আড়ালে ছায়া-শরীরে,
জাগতিক চেতনায় দাঁড়ালাম।
সুরেলা কোন বাঁশির সুর,
দূরের পথিকের কাছেই মধুর।
অজানা অনুভূতির মেলামেশা,
জানাজানির পর বোবা ভাষা।
অশরীরিকে স্পর্শ করা যায়,
কল্পনার অবয়বে সবটুকুই।
অন্তর মেললে আত্মার কাছে,
বিবেকের শুভ্রতায় বুদবুদ ভাসে;
অনন্ত নীলে বিলীন হয়ে রয়।
ফেরারী চেতনা পাশ ফিরে চায়,
হাতের রেখা আড়শীর উপরে,
নিয়তির কাঁটা-ছেঁড়ার ক্ষীণ প্রবাহ,
রবাহুতরা অনাহুত, অলস অবচেতনায়।