
শিরোনামঃ তোমায় দেখলে মনে হয়
কন্ঠঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
সঙ্গীত পরিচালকঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
মুভিঃ বিয়ের ফুল
তোমায় দেখলে মনে হয়
হাজার বছর তোমার সাথে
ছিল পরিচয় বুঝি
ছিল পরিচয়
ও…স্বর্গ থেকে পৃথিবীতে
এলাম তোমার কাছে
তোমার সাথে জীবন মরণ
যেন লেখা আছে
শুধু আমি ছাড়া পৃথিবীতে
তুমি কারো নও বুঝি
তুমি কারো নও
ও…বুকের জমিনে তুমি
বাঁধো প্রেমের বাসা
তোমায় নিয়ে মনে আমার
কত রঙিন আশা
আমার জন্ম যেন তোমার জন্যে
মনটা শুধু কয়