
শিরোনামঃ উড়ে যাক
কন্ঠঃ অনুপম রয়
কথাঃ অনুপম রয়
সুরঃ অনুপম রয়
অ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
মুভিঃ উমা
উড়ে যাক এ ঘুম আমার
ছুঁতে শ্বেত পাথরের রাত
জানি পায় না কাছে কিছু
আমার শূন্য দুটি হাত।
ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত এ সময়
দারুণ অবাধ্যতায়।
আড়ালে রেখেছো প্রেমিকের গভীরতা
অথবা সরিয়ে রেখেছো সে দীনতা
হারিয়ে গিয়েছি বই-এর ভেতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না
খুঁজে পাওয়া যাবে না।
কুড়িয়ে নিয়েছ শিউলি সকাল ফুলে
অথবা দু পাশ ভরিয়ে রেখেছ ভুলে
উঠোন পেরিয়ে কলপাড় হয়ে
জামার হাতায় কপাল ভিজিয়ে
কোনদিন ভালোবাসার স্পর্শ রাখোনি
কোন স্পর্শ রাখোনি।